Connect with us

দেশজুড়ে খেলাধুলায় নজরদারিতে আসছে কেন্দ্রীয় বোর্ড

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে কেন্দ্র সরকার সংসদে উপস্থাপন করল ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল–২০২৫। এই বিল অনুযায়ী, গঠিত হবে একটি কেন্দ্রীয় ‘ন্যাশনাল স্পোর্টস বোর্ড’, যা ভারতের সব জাতীয় ক্রীড়া ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওপর সরাসরি নিয়ন্ত্রণ চালাবে।
নতুন বোর্ডের হাতে থাকবে ফেডারেশনগুলোর স্বীকৃতি, অডিট, তদন্ত ও প্রয়োজনে স্থগিত করার ক্ষমতা। একইসঙ্গে খেলাধুলায় মামলা–মোকদ্দমার জট কমাতে গঠিত হবে ‘ন্যাশনাল ট্রাইব্যুনাল বোর্ড’। এছাড়া নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত হবে পৃথক নির্বাচন কমিশন।
খেলাধুলোর প্রশাসনে অভিজ্ঞতার গুরুত্ব দিতে, বোর্ড সদস্যদের জন্য পূর্বে অন্তত একবারের মেয়াদ সম্পন্ন করার শর্ত রাখা হয়েছে। খেলোয়াড়দের স্বার্থরক্ষায় ফেডারেশনগুলোতে বাধ্যতামূলকভাবে গঠন করতে হবে ‘অ্যাথলেট কমিশন’ ও ‘ইথিকস কমিটি’।
সরকারের মতে, এই পদক্ষেপ ভারতকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে এবং ২০৩৬ অলিম্পিক আয়োজনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা