রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হংকং ওপেন সুপার-৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বৃহস্পতিবার ভারতীয় শাটলরদের দাপট চোখে পড়ার মতো ছিল। পুরুষদের এককে লক্ষ্য সেন এবং পুরুষদের যুগল ইভেন্টে সাত্বিকসায়রাজ রংকীরেড্ডি ও চিরাগ শেট্টি দুর্দান্ত লড়াই করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন।
পুরুষ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন মুখোমুখি হন সহ-ভারতীয় এইচ এস প্রণয়ের। ম্যাচের শুরুটা অবশ্য ভালো যায়নি লক্ষ্যর। প্রথম গেম ১৫-২১ ফলে হেরে পিছিয়ে পড়েন তিনি। কিন্তু দ্বিতীয় গেম থেকে ম্যাচ ঘুরে দাঁড়ান লক্ষ্য। ধারাবাহিক আক্রমণাত্মক খেলায় ২১-১৮ ফলে জিতে ম্যাচকে সমতায় ফেরান এবং নির্ণায়ক গেমে ২১-১০ ফলে একতরফা জয় তুলে নেন। এই জয়ের মাধ্যমে প্রায় ছয় মাস পর আবারও কোনও শীর্ষস্তরের ওয়ার্ল্ড ট্যুর ইভেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন লক্ষ্য সেন।
অন্যদিকে পুরুষদের ডাবলসে সাত্বিকসায়রাজ রংকীরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির গড়লেন। থাইল্যান্ডের পিয়রাচাই সুকফুন ও পাক্কাপন তেয়েরাতস্যাকুলের বিরুদ্ধে প্রথম গেম ১৮-২১ ফলে হারলেও পরের দুই গেমে তারা দাপট দেখান। ২১-১৫ এবং ২১-১১ ফলে পরপর দুই গেম জিতে ৬৩ মিনিটের লড়াই শেষ করেন ভারতীয় জুটি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জয়ের পর এটাই তাদের প্রথম বড় প্রতিযোগিতায় শক্তিশালী প্রদর্শন, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।
এখন লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন শক্তিশালী আন্তর্জাতিক প্রতিপক্ষের এবং সাত্বিক-চিরাগ জুটি খেলবেন মালয়েশিয়ার জুনায়েদি আরিফ ও রয় কিং ইয়াপের বিরুদ্ধে। ভারতীয় শাটল প্রেমীরা আশা করছেন, এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে তারা শেষ চারে পৌঁছাতে সক্ষম হবেন।