রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের তান ঝোংইকে হারিয়ে, ভারতীয় দাবায় ইতিহাস গড়লেন ১৯ বছরের দাবাড়ু দিব্যা দেশমুখ। বিশ্বের চার নম্বর চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে, মহিলাদের বিশ্বকাপ দাবায় ফাইনালে উঠলেন দিব্যা। পাশাপাশি প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবার বিশ্বকাপ ফাইনালে উঠে নয়া কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রথম লেগের সেমিফাইনাল ড্র করলেও, দ্বিতীয় লেগে জিতে সব মিলিয়ে দিব্যার পয়েন্ট ছিল ১.৫-০.৫। ঠান্ডা মাথায় চিনা প্রতিপক্ষকে শেষপর্যন্ত হারিয়ে দেন তিনি।