Connect with us

প্রথম ভারতীয় হিসেবে জোড়া সোনা জিতে নজির গড়লেন আনন্দকুমার ভেলকুমার

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: স্পিড স্কেটিংয়ের বিশ্বচ্যাম্পিয়শিপে ঐতিহাসিক দৌড় অব্যাহত ভারতের ২২ বছর বয়সী তামিলনাড়ুর আনন্দকুমার ভেলকুমারের। রবিবার পুরুষদের ৪২ কিলোমিটার ম্যারাথনে শীর্ষে শেষ করে নিজের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করলেন তিনি। পাঁচ দিন আগেই পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন আনন্দকুমার। রবিবার দ্বিতীয় সোনা জয় করলেন তিনি। এই জয়ের ফলে, স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিন-তিনটি পদক জয় করা প্রথম ভারতীয় হলেন আনন্দকুমার ভেলকুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা