রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পহেলগাঁওয়ের জঙ্গিহানার কারণে ভারত-পাক সংঘর্ষের প্রভাব পড়েছে খেলার ময়দানেও। এবারে সেই প্রভাব পড়ল পারস্পরিক সম্পর্কেও। জ্যাভলিন থ্রোয়ের দুই যুযুধান প্রতিপক্ষ নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের মধ্যে গভীর বন্ধুত্বের ছবি দেখা গেলেও, ভারত-পাক সংঘর্ষের প্রভাবে সেই সম্পর্কেও ফাটল ধরেছে। বৃহস্পতিবার নীরজ পরিষ্কার জানিয়েছেন আরশাদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নেই এবং বর্তমান পরিস্থিতির পরে দুই তারকার সম্পর্কে বদল আসতে পারে। এর আগে আরশাদকে আমন্ত্রণ জানিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল নীরজ এবং তাঁর পরিবারকে। সেই সময় একটি বিবৃতির মাধ্যমে নীরজ জানিয়েছিলেন অ্যাথলিট হিসাবে আরেক অ্যাথলিটকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সামনেই দোহায় অনুষ্ঠিত হওয়া ডায়মন্ড লিগে খেলতে নামবেন নীরজ। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন “বন্ধু” আরশাদও। তবে প্রতিযোগিতা শুরুর আগে, বর্তমান পরিস্থিতির জেরে আরশাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করা হলে নীরাজ জানান, “আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক নেই। অ্যাথলেটিক্স দুনিয়ায় অনেকেই আমার বন্ধু। তবে আমার সঙ্গে কেউ ভালোভাবে কথা বললে, তাকেও আমি সেই সম্মানটা দিই।”
অপরদিকে গত অলিম্পিকে সোনা জেতার পর, পাকিস্তানের তারকা আরশাদ নাদিমকে “নিজের ছেলে” বলে সম্বোধন করেছিলেন নীরাজের মা। তবে ভারত-পাক সংঘাতের আবহে সেই মন্তব্য ঘিরেও প্রবল জলঘোলা হয়েছে। নীরাজ বলেন, “বর্তমান পরিস্থিতির পর হয়তো আগে যেমন সম্পর্ক ছিল তেমনটা নাও থাকতে পারে। তবে কেউ আমাকে সম্মান দিলে আমিও তাঁকে অবশ্যই সম্মান করব”।