রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ বিলি জিন কিং কাপের আসর বসেছে ভারতে। আর সেই প্রতিযোগিতায় দীর্ঘ পাঁচ বছর পর আবারও প্লে-অফে কোয়ালিফাই করল ভারত। শেষবার ২০২০-২১ মরশুমে যোগ্যতা অর্জন করেছিল ভারত। শনিবার পুনের মহালুঙ্গ বলেবাদী টেনিস কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপে যোগ্যতা অর্জন করল ভারত। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
প্রতিযোগিতায় স্বপ্নের শুরু করেছেন শ্রীবালি ভামিদিপাটি। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা প্রতিপক্ষ সোহিউন পার্কের বিরুদ্ধে প্রথম সেটে আত্মসমর্পণ করলেও, পরে দুরন্ত পারফরম্যান্স করেন শ্রীবালি। ২ ঘণ্টা ৫২ মিনিটের মধ্যে ৫-৭, ৬-৩, ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতে, টানা পাঁচবারের জন্য নিজের জয় নিশ্চিত করেন তিনি। অপরদিকে দ্বিতীয় সেটের শুরুর দিকে পরাজিত হলেও, শেষে প্রতিপক্ষ দায়েওন ব্যাককে হারিয়ে খেলায় ফেরে সাহাজা যামালাপল্লি। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকলেও, শেষে ৪৫ মিনিটের মধ্যেই ৩-৪ এবং ৪-৬ ব্যবধানে জয় পান তিনি।