Connect with us

২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেট। সুযোগ পাবে কটি দেশ? জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরছে জনপ্রিয় এই খেলাটি। এছাড়াও অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে, ক্রিকেটকে একটি অন্যতম ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ৬টা পুরুষ দল এবং ৬টা মহিলা দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ মোট ৯০ জন পুরুষ এবং ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট কী হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্বটা বেশ কঠিন হতে পারে।

এদিকে টি-২০ ক্রিকেট খেলে অনেকগুলি দেশ। ফলে এতগুলি দেশের মধ্যে ৬টি দেশকে বেছে নেওয়াটা কঠিন কাজ। সেই ছয় দেশের মধ্যে আয়োজক হিসাবে আমেরিকার সরাসরি সুযোগ পাওয়ার কথা। বাকি পাঁচ দেশের মধ্যে কাদের সেই জায়গায় নির্ধারিত করা হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। এবারে দেখার সেক্ষেত্রে বাছাই পর্বের মাধ্যমে সেই পাঁচটি দলকে বিবেচনা করা হবে, নাকি আইসিসির ক্রমাতালিকার নিরিখে সুযোগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা