রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ভারতের বৃহত্তম আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভারচুয়ালি ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। একসময় যে কলকাতা দেশের হকি খেলার অন্যতম কেন্দ্র ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে কলকাতার বুকে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম ছিল না। ছিল না ভালো মানের অ্যাস্ট্রোটার্ফও। দীর্ঘদিন ধরেই ক্রিরাপ্রেমীদের মধ্যে সেই আক্ষেপ ছিলই। ২০২১ সালে সেই আক্ষেপ ঘোচানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। সেবছরই ঘোষণা করা হয়, আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম তৈরি হবে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের এই হকি স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এই স্টেডিয়ামে থাকছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ, অস্ট্রেলিয়ার মতো আর্দেন গ্যালারি, ওয়ার্ম আপ জোন, ২টি সুসজ্জিত ড্রেসিং রুম, ১টি ভিভিআইপি বক্স, ২টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, আম্পায়ার ও ভিডিয়ো আম্পায়ার রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, সম্প্রচার এবং ভিডিয়ো অ্যানালিস্ট-এর জন্য নির্দিষ্ট রুম সবই থাকবে। টেলিভিশন সম্প্রচারের জন্য আধুনিক ভেন্যু পরিচালনা কেন্দ্র, প্রেস কর্নার, মিক্সড রুমও তৈরি হয়েছে।
