রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চিনকে ৭ গোলের মালা পরিয়ে গ্রুপ শীর্ষে থেকে এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। যদিও প্রথম ম্যাচে লড়াই করে জিতেছিল ভারত। তবে চীনের বিরুদ্ধে দাপুটে খেলা খেললেন ভারতীয় হকি খেলোয়াড়রা।
ম্যাচ শুরুর দেড় মিনিটের মধ্যে সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারতের মনদীপ সিং। সেই সময়ে গোল না হলেও, পরবর্তীতে জার্মানপ্রীতের অনবদ্য পাস থেকে শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় ভারত। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দিলপ্রীত সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারতের। প্রথম কোয়ার্টারে আর গোল না এলেও, দ্বিতীয় কোয়ার্টারের ১৮ মিনিটে সেই মনদীপের গোলেই ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। তারপর ম্যাচের ৩৭ মিনিটের পর শুরু হয় গোলের বন্যা। রাজকুমার পালের পরপর করা গোলে, ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এরপর ৪৬ এবং ৪৯ মিনিটে ষষ্ঠ এবং সপ্তম গোল করেন অভিষেক। শেষ পর্যন্ত ৭-০ গোলে চিনকে হারিয়ে, এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছলো ভারত।