রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দশ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। চলতি মরশুমে সেই লক্ষ্যেই এগোচ্ছে কাতালান জায়ান্টরা। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারায় হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেন লেওয়ানডস্কি, বাকি দুটি গোল রাফিনহা এবং ইয়ামালের। বার্সেলোনার গোলের দাপটে ম্যাচে প্রভাব ফেলতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড৷ প্রথমার্ধে ২৫ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান লেওয়ানডস্কি। ৬৬ মিনিটে ফের বল জালে জড়িয়ে দেন তিনি। ৭৭ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে আর্সেনাল। প্রথমার্ধে লড়াই হয়েছিল অনেকটা সমানে-সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না কার্লো আনসেলত্তির দলকে। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন রাইস। একটি গোল মোরিনোর। পাশাপাশি, অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা প্রসস্থ করে রাখল পিএসজি। আবার প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ১-২ গোলে পরাজিত হয়ে শেষ চারের রাস্তা কঠিন করল বায়ার্ন মিউনিখ।