রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবলে টালবাহানা অব্যাহত। এবার বোধহয় সুরাহার পথ খুঁজে পেতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিছুদিন আগেই জানা গিয়েছিল, চলতি বছরের শেষে আয়োজিত হবে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল। ফলে তার আগেই সুপার কাপ আয়োজন করতে চায় ফেডারেশন। এবার সুপার কাপ শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিল এআইএফএফ। শনিবার ফেডারেশনের এক বৈঠকে স্থির হয়েছে ২৫ অক্টোবর শুরু হবে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
ভারতীয় ফুটবল ফেডারেশন-এর কার্যনির্বাহী কমিটি শনিবার, ৬ সেপ্টেম্বর ভার্চুয়াল বৈঠকে বসে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে ফেডারেশনের রিকোয়েস্ট ফর কোটেশন (RFQ) প্রক্রিয়াকে অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের জন্য এআইএফএফের স্বত্ব প্রদানের দায়িত্ব নেওয়ার জন্য একটি সংস্থা নির্বাচন করা হবে। এই নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য একটি তিন সদস্যের বিড ইভ্যালুয়েশন কমিটি (BEC) গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ন্যায়মূর্তি এল. নাগেশ্বর রাও। বাকি দুই সদস্য হলেন এএফসি-র অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য কেশাভরন মুরুগাসু এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেই।
এছাড়াও, এআইএফএফ-এর এমআরএ টাস্ক ফোর্স কমিটি, যা গত ৭ এপ্রিলের নির্বাহী বৈঠকে গঠিত হয়েছিল, তা টেন্ডার কমিটি হিসেবে কাজ চালিয়ে যাবে। এই কমিটি পেশাদার সংস্থার দেওয়া সুপারিশগুলি মূল্যায়ন করবে।