রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গোয়ার মাটিতে জয়ের ছন্দ ধরে রাখতে পারেনি মোহনবাগান। সমীর নায়েকের প্রশিক্ষিত ডেম্পো স্পোর্টস ক্লাবের দুর্ভেদ্য রক্ষণভাগে আটকে গেল হোসে মোলিনার দল। নব্বই মিনিটের টানটান লড়াই শেষে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচটি।
দীর্ঘদিন পর ভারতীয় ফুটবলের মূল প্রতিযোগিতায় ফিরে এসে ডেম্পো পরপর দুই কলকাতা জায়ান্টের বিপক্ষে ড্র করে নজর কাড়ল। জয় না পেলেও দলের শৃঙ্খলিত রক্ষণ ও লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে ফুটবল মহলে।
প্রথম একাদশে আটটি পরিবর্তন এনে মাঠে নামে মোহনবাগান। শুরু থেকেই দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্সদের উপর ভর করে আক্রমণে চাপ তৈরি করার চেষ্টা করলেও, ডেম্পোর রক্ষণদেয়ালে বারবার ব্যর্থ হন তারা। প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখালেও স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি সবুজ-মেরুন শিবির। কামিন্স ও আশিস রাইয়ের সুযোগ নষ্টের পর গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করে আক্রমণের তীব্রতা বাড়ানোর চেষ্টা করেন কোচ মোলিনা। কিন্তু ডেম্পোর গোলরক্ষক আশিস সিবি একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে মোহনবাগানের আক্রমণ ব্যর্থ করে দেন। ম্যাচের শেষ দিকে জেমি ম্যাকলারেনের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৮ মিনিটে ডেম্পোর পাল্টা আক্রমণ থেকে নিশ্চিত গোল বাঁচান বিশাল কাইথ।
শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা না পেয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। সমীর নায়েকের নেতৃত্বে এমন দৃঢ় রক্ষণভাগ নিয়ে ডেম্পো প্রমাণ করল—ফুটবলের মূলস্রোতে ফেরাও তাদের আত্মবিশ্বাস কমেনি।
ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় দলের কোচ খালিদ জামিল।
