নিজস্ব প্রতিবেদন: আগামী বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুন ব্রিগেড। কেরালা ম্যাচের পর রবিবার টিম হোটেলে রিকভারি সেশন সারেন বাগান ফুটবলাররা।
সোমবার থেকেই ক্যাপিটাল ফুটবল এরিনায় সেমিফাইনালের প্রস্তুতিতে নেমে পড়লেন সুহেল, সাহালরা। এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দলের ফুটবলারদের মানসিকভাবে সুস্থ রাখাই মূল লক্ষ্য বাস্তব রায়ের। পাশাপাশি, কেরালাকে হারানোর পর দলের অভ্যন্তরে বাড়তি আত্মতুষ্টি যাতে না চলে আসে সেদিকেও খেয়াল রাখছেন বাগান কোচ। সেমিফাইনালে মাঠে নামার আগে মোহনবাগান অনুশীলনে বেশ ফিল গুড পরিবেশ দেখতে পাওয়া গেল।