রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে জামশেদপুর এফসিকে হারিয়ে সুপার কাপ জতেছিল এফসি গোয়া। রবিবার ফতোরদা স্টেডিয়ামে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন সন্দেশ ঝিঙ্গানরা। জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করল মানোলো মার্কুয়েজ রোকার দল। গোয়ার হয়ে দুটি গোল করেন সিভেরিও এবং ড্রাজিচ। গত কয়েকদিনের মত এদিনও প্রবল বৃষ্টির মধ্যেই শুরু হয় ম্যাচ। বেহাল অবস্থা মাঠের। বলা না গড়ালেও, লং বলের উপর ভরসা করেই আক্রমণ করতে থাকেন সিভেরিও টোরো, বোরহা হেরেরারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমনের ঝাঁঝ বেশি ছিল এফসি গোয়ার। পালটা আক্রমণে চাপ তৈরি করার চেষ্টা করছিল জামশেদপুর এফসিও। কিন্তু গোলমুখ খুলতে পারছিল না কোনও দলই। শেষ পর্যন্ত প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সিভেরিওর গোলে এগিয়ে যায় এফসি গোয়া। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় তারা। বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হয়। শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা। ৬৫ মিনিটের মাথায় গোল করে গোয়ার হয়ে ব্যবধান বাড়ান ড্রাজিচ। শেষ পর্যন্ত ২-০ গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে এবারের সুপার কাপ অভিযান শুরু করল এফসি গোয়া।
