Connect with us

সবুজ-মেরুন জার্সিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে কিয়ান নাসিরি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর প্রিয় ক্লাবে ফিরে উচ্ছ্বসিত মোহনবাগানের তারকা স্ট্রাইকার কিয়ান নাসিরি। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে তিনি বললেন, “ফিরে আসাটা দারুণ লাগছে, মনে হচ্ছে যেন কখনও যাইইনি।” অতীতে ভিন্ন কারণে ক্লাব ছাড়লেও, এবার তিনি ফিরেছেন নিজেকে প্রমাণ করতে। কিয়ান বলেন, “বিশ্বাস করি আমি আরও ভালো খেলতে পারি, আর সেটাই এবার প্রমাণ করতে চাই।” চলতি মরশুমে সামনেই ডুরান্ড কাপের মত বড় প্রতিযোগিতা রয়েছে। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকে নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসাবে দেখছেন ডুরান্ড।
ম্যানেজমেন্টের সঙ্গে ভালো সম্পর্কই তাঁকে আবার এই ক্লাবে ফিরিয়ে এনেছে বলে জানান তিনি। “প্রতিবছরই দল আরও শক্তিশালী হচ্ছে। আমি শুধু আমার সর্বোচ্চটা দিয়ে দলের পাশে থাকতে চাই।”
একটা বিশেষ মুহূর্ত স্মরণ করে বলেন, “আমার বাবা খেলতেন ইস্টবেঙ্গলের হয়ে, আর আমি মোহনবাগানের জার্সি গায়ে খেলছি। এটা আমার পরিবার আর আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার।”
আইএসএলের এক ম্যাচে হ্যাটট্রিক করার অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি। “আমি ভাবিনি গোল করব, ডার্বির মত গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটি গোল করার স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।”
নতুন স্প্যানিশ কোচের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনি এবং সমর্থকদের উদ্দেশে বলেন, “আমি আজ এখানে আপনাদের জন্যই। পাশে থাকুন, সমর্থন করে যান আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা