রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা ডো ব্রাজিলে ফিরেই হতাশার এক রাত কাটালেন নেইমার। পাঁচ সপ্তাহের চোট কাটিয়ে মাঠে ফিরলেও দলকে জেতাতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। কোপা দো ব্রাজিলের ২০২৫-এর তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে বৃহস্পতিবার সান্তোসকে পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে হারিয়ে দিয়েছে সিআরবি। প্রথম লেগে ১-১ গোলে ড্রর পর দ্বিতীয় লেগেও ম্যাচটি নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র হওয়ায়, ম্যাচের নিষ্পত্তি হয় টাই-ব্রেকারে। টাইব্রেকারে দলের প্রথম শটে নেইমার গোল করলেও শেষ রক্ষা হয়নি। সান্তোস ম্যাচ হেরে যায় ৫–৪ গোলে। এর ফলে চোট কাটিয়ে এক মাস পর মাঠে ফিরেই দলের বিদায় দেখতে হলো ব্রাজিল তারকাকে।