রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ৭০ বছরের বড় ট্রফির খরা অবশেষে কাটিয়ে ফেলল নিউক্যাসেল ইউনাইটেড। নিজেদের ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায় রচনা করল ইংল্যান্ডের এই ক্লাব। রবিবার রাতে কারাবাও কাপ চ্যাম্পিয়ন হল নিউক্যাসেল ইউনাইটেড। ১৯৫৫ সালের পর এই প্রথম কোনও ঘরোয়া বড় ট্রফি জিতল নিউক্যাসেল।
ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে কারাবাও কাপ ফাইনালে নিউক্যাসেল হারাল লিভারপুলকে। দুই অর্ধে দু’গোল করে ম্যাচের নায়ক ডিফেন্ডার ড্যান বার্ন ও স্ট্রাইকার ইসাক। শেষ মুহূর্তে লিভারপুলের ফ্রেডরিকো কিয়েসা গোল শোধ করলেও দলকে হার থেকে বাঁচাতে পারলেন না।
ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল নিউক্যাসল। বাম উইংয়ে হার্ভি বার্নস ও ডান উইংয়ে জেকব মার্ফি মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছিলেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে কর্নার থেকে দুরন্ত হেডারে গোল করে দলকে এগিয়ে দেন দীর্ঘদেহী ডিফেন্ডার ড্যান বার্ন। দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় নিউক্যাসল। ৯৪ মিনিটে লিভারপুল একটি গোল পরিশোধ করলেও, হার বাঁচাতে পারেনি তারা।