রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী জুন মাসে তাজিকিস্তান এবং কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে দুটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। ভারতের এই যুব ব্রিগেডের জন্য নতুন কোচ নির্বাচন করা হয়ে নৌশাদ মুসাকে। নতুন দায়িত্ব কাঁধে নিয়েই ২৯ সদস্যের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করলেন মুসা। জুন মাসের ১ তারিখ থেকে কলকাতায় প্রস্তুতি শিবির করবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। তারপর জুন মাসের ১৮ এবং ২১ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৯ সদস্যের এই দলে ডাক পেয়েছেন:
গোলরক্ষক: সাহিল, প্রিয়াংশ দুবে, মহম্মদ আরবাজ
ডিফেন্ডার: নিখিল বারলা, দীপেন্দু বিশ্বাস, বিকাশ য়ুমনাম, পরমভীর, ক্লারেন্স ফার্নান্ডেজ, সাজাদ হুসেন, মহম্মদ শাইফ, শুভম ভট্টাচার্য, সুমন দে
মিডফিল্ডার: ভিবিন মহানন, ফানাই, ভিনিত ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, রাহুল রাজু, নামতে, ম্যাকার্টন লুইস, কিপগেন, শিভাল্ডো সিং, আইমেন, থোই সিং
ফরোয়ার্ড: পার্থিব গোগোই, মহম্মদ সুহেল, কোরৌ সিং, মহম্মদ সানান, আলান সাজি, জোসেফ সানি
হেড কোচ: নৌশাদ মুসা