Connect with us

কাস্টমসের কাছে হেরে সুপার সিক্সের রাস্তা আরও কঠিন করল মোহনবাগান

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় মাটিতে বসে পড়লেন মোহনবাগান গোলরক্ষক দীপপ্রভাত ঘোষ। দু’হাতে মুখ ঢেকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না পরিণামটা। বিপরীতে উচ্ছ্বাসে ফেটে পড়েছে কাস্টমস শিবির। বুধবার নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যালকাটা কাস্টমসের কাছে ১-০ গোলে হেরে কার্যত প্রতিযোগিতা থেকে বিদায় নিল সবুজ-মেরুন ব্রিগেড।
পুরো ম্যাচে যদি বাগান জার্সিতে কারও লড়াই চোখে পড়েছে, তিনি একমাত্র দীপপ্রভাত। একের পর এক শট বাঁচিয়ে দলকে ভাসিয়ে রেখেছিলেন তিনি। অন্তত ছ’বার নিশ্চিত গোল আটকান বারুইপুরের এই গোলরক্ষক। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলে মাঠ ছেড়ে যেতে হলো খালি হাতে।
ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহনবাগান। বাঁ প্রান্ত থেকে টংসিনের শট গোলরক্ষকের গায়ে লেগে পৌঁছে যায় তুষার বিশ্বকর্মার পায়ে। তুষারের শট গোলে ঢুকে যাচ্ছিল, কিন্তু অফসাইডে দাঁড়িয়ে থাকা মহম্মদ বিলালের স্পর্শে তা বাতিল হয়ে যায়। এরপর আর তেমন কোনো ধারালো আক্রমণ গড়ে তুলতে পারেননি টংসিন কিংবা শিবম মুন্ডারা। অন্যদিকে ১৪ মিনিটে রবি হাঁসদার শট দারুণ সেভ করেন দীপপ্রভাত। ২৮ মিনিটে বিশাল রায়ের প্রচেষ্টাও আটকান তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কাস্টমসের দারুণ সুযোগ আসে। রিকি ঘরামির ফ্রি-কিক থেকে রবির হেড গোলমুখে চলে যাচ্ছিল, কিন্তু দীপপ্রভাতের হাত ছুঁয়ে বল পোস্টে লেগে বেরিয়ে আসে। ৭০ মিনিটে আবারও ঝন্টু প্রসাদের ভয়ঙ্কর শট অবিশ্বাস্যভাবে রুখে দেন তিনি।
৮৭ মিনিটে ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল মোহনবাগানও। পরিবর্ত হিসেবে নামা ভিয়ান বক্সের মধ্যে পা ছুঁইয়ে দিতে পারলেই তিন পয়েন্ট পেত দল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়। আর শেষ মিনিটে রৌনক পালের গোলে জয় ছিনিয়ে নেয় কাস্টমস।
সব মিলিয়ে, দীপপ্রভাতের একার লড়াই যথেষ্ট হলেও, সহযোদ্ধাদের ব্যর্থতায় কলকাতা লিগ থেকে বিদায় নিল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা