রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই হয়ে এবার লিওনেল মেসির গন্তব্য দিল্লি। কলকাতা না পারলেও, আর্জেন্টাইন তারকা ফুটবলারের অনুষ্ঠান সফল ভাবে আয়োজন করেছে বাকি দুই রাজ্য। এবার পরীক্ষার মুখে রাজধানী। তবে সোমবার সকাল থেকেই লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক গভীর অনিশ্চয়তা। গত কয়েকদিন ধরেই দিল্লির আবহাওয়া ভাল নয়। সোমবার সকাল থেকেই বায়ুদূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে কুয়াশা। যার ফলে শহরের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা শূন্যে এসে ঠেকে। খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বাতিল হয়েছে প্রায় ৬০টি বিমান, ৪০০-এর বেশি বিমান দেরিতে চলছে। ফলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় আয়োজিত অনুষ্ঠানে মেসি সঠিক সময়ে পৌঁছাতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
