রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুক্রবার সকালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এদিনই সম্ভবত ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে জিতালেন। সেই সঙ্গে বিশ্বকাপের আগে জল্পনার প্রসঙ্গ উষ্কে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিন ভেনেজুয়েলার বিরুদ্ধে ৩-০ গোলে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা।
প্রথমার্ধেই ৩৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লাওতারো মার্টিনেজ। অবশেষে ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। আর্জেন্টিনার মাটিতে শেষ বার প্রিয় অধিনায়কের খেলা দেখতে গ্যালারি ভরিয়ে ছিলেন ভক্তেরা। খেলা শুরুর আগেই মেসির চোখের কোণে জল। চোখে জল নিয়েই মাঠ ছাড়লেন তিনি। সেই সঙ্গে বলে গেলেন, “বয়স হচ্ছে, সামনেই বিশ্বকাপ। মাঠে নেমে যদি ফুটবল উপভোগ করতে না পারি, তা হলে নিজেই সরে যাব।’’