রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমে একেবারেই ভালো ছন্দে নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একের পর এক পরাজয়ের ফলে ক্রমশ যেন লড়াই থেকে পিছিয়ে পড়ছে রেড ডেভিলসরা। রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের কাছে ০-১ গোলে হারল ম্যান ইউ। যদিও একই দিনে জয়ের সরণীতে ফিরল লিভারপুল। উলভসকে ২-১ গোলে হারায় তারা।
ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের হয়ে গোল করেন জেমস ম্যাডিসন। প্রথমার্ধেই পিছিয়ে পড়ায় আর গোল পরিশোধ করতে পারেনি রুবেন আমোরিমের দল। একের পর এক পরাজয়ে দলের আত্মবিশ্বাস ক্রমেই যেন তলানিতে গিয়ে ঠেকছে। এই হারের পর লিগ টেবিলের ১৫ নম্বরে নেমে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
অন্যদিকে, উলভসকে হারিয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সকলের উপরে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। শেষ ম্যাচ ড্র করেছিল লিভারপুল। কিন্তু এদিন উলভসকে হারিয়ে জয়ের সরণীতে ফিরল আর্নে স্লটের দল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় লিভারপুলকে এগিয়ে দেন দিয়াজ। ৩৭ মিনিটে পেনাল্টি পায় তারা। গোল করতে ভুল করেননি মহম্মদ সালাহ। ৬৭ মিনিটের মাথায় মাথেউস কুনহা এক গোল শোধ করলেও লিভারপুলের জয় আটকায়নি।