রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃসময় কিছুতেই কাটতে চাইছে না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। একের পর এক পরাজয়ে বিধ্বস্ত রেড ডেভিলসরা। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ০-২ গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের হয়ে গোল দুটি করেন টমাস সউচেক এবং জ্যারোড বাওয়েন। তবে গোটা ম্যাচ জুড়ে একাধিক সুযোগ নষ্ট করেন ম্যান ইউয়ের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেও ব্যবধান কমাতে পারেনি রুবেন আমোরিমের দল। এই ম্যাচের পরে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ১০টি জয়-সহ ৩৯ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে।