রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রাত পোহালেই পয়েলা বৈশাখ। ময়দানের রীতি মেনে বছরের প্রথম দিনে বাংলার ক্লাব গুলিতে পালিত হতে চলেছে চিরাচরিত ঐতিহ্যের বারপুজো। প্রত্যেক বছর এই দিনটিতে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ ময়দানের প্রতিটি ক্লাবেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীকাল অর্থাৎ পহেলা বৈশাখ ইস্টবেঙ্গল দলের সিনিয়র থেকে জুনিয়র সকল ফুটবলারদের উপস্থিতিতেই মহাসমারোহে পালিত হবে ঐতিহ্যশালী বার পুজো।
বছরের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, “চিরাচরিত রীতি মেনেই ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হবে। আমাদের আগামী মৌসুমের অধিনায়ক মহেশ এবং কোচ কোচ পুজোতে উপস্থিত থাকবেন। তাছাড়াও উপস্থিত থাকবে সদ্য চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল মহিলা দল। এদিন সকালে সিনিয়র দলের ফুটবলাররা ইস্টবেঙ্গল মাঠেই অনুশীলন সারবেন।” অন্যদিকে, ক্লেইটন বিতর্কে সেভাবে মুখ খুলতে চাইলেন না ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “এই বিষয়ে কোচ এখনও আমাদের কিছু জানার নেই। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”