রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪-২৫ মরশুমে আইএসএলে পদার্পণ করেছিল কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং। পদার্পনে নিজেদের উজ্জ্বলতা বজায় রাখলেও, মরশুম শেষে সাদা-কালো শিবির জুড়ে শুধুই বিষন্নতা। লিগ টেবিলের তলানিতে থেকে হতাশাকে সঙ্গী করেই মরশুম শেষ করেছে তারা। আইএসএলে পা দেওয়ার পর প্রথম বছরেই আর্থিক সমস্যায় পড়েছে মহামেডান স্পোর্টিং। মাঝ মরশুমেই ফুটবলারদের বকেয়া নাম এটাতে পারার জন্য সমস্যায় পড়তে হয়েছিল তাদের। যার মধ্যে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি ছিলেন একাধিক বিদেশি ফুটবলাররা।
মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলার জুইডিকা সর্বসমক্ষে স্বীকার করেন “নো মানি, নো ট্রেনিং।” মরশুম সেই সবার সাথে সাথেই সাদা-কালো ব্রিগেডের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন জুইডিকা। কিন্তু এখানেই শেষ নয়, নিজের প্রাপ্য অর্থ না পাওয়ার কারণে সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সম্প্রতি এক বিবৃতিতে, মহামেডান স্পোর্টিং টিম ম্যানেজমেন্টকে ৪৫ দিন সময় দিয়েছে এআইএফএফ। এই সময়ের মধ্যে জুইডিকার প্রাপ্য অর্থ মিটিয়ে না দিলে বড়োসড় শাস্তির মুখে পড়তে হতে পারে মহামেডান স্পোর্টিংকে।