শুভম মন্ডল, জামশেদপুর: ফুটবল ময়দানে সমর্থক আর ফুটবলারের মধ্যে একটা অদৃশ্য সম্পর্ক থাকে। সেই অদৃশ্য সম্পর্কের জোরেই কত ম্যাচের রঙ বদলে যায়। তাইতো সমর্থকরাই ফুটবল ময়দানের বারোতম সদস্য। ভারতবর্ষে দেশের যে কোনও প্রান্তে মোহনবাগানের ম্যাচ হলে সবুজ-মেরুন জনতার উপস্থিতি থাকে নজরকাড়া। বৃহস্পতিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সও তার ব্যাতিক্রম ছিল না। মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবার লক্ষ্য আইএসএল কাপ জয়। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে প্রিয় দলের হয়ে গ্যালারিতে গলা ফাটাচ্ছিল বাগান জনতা। এর আগেও জামশেদপুরের মাটিতে নিগৃহীত হয়েছেন বাগান সমর্থকরা। এদিনও একই ঘটনার পুনরাবৃত্তি হল। তবে এবার বিপক্ষ সমর্থক নয়, পুলিশের লাঠিচার্জে আহত এক বাগান সমর্থক।
ম্যাচের ২৪ মিনিটে জামশেদপুর এফসি সিভেরিওর গোলে এগিয়ে যেতেই ঘটনার সূত্রপাত। মোহনবাগান গ্যালারিতে পতাকা ছিঁড়তে শুরু করেন জামশেদপুর এফসির সমর্থকরা। প্রতিবাদ করতে গিয়ে আহত হন বনগাঁর রিপন মন্ডল। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক শুশ্রূষার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিষ দত্ত। এই ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনা নতুন নয়। তবে আমরা সকলে রিপনের পাশে আছি। এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দেবো। ভবিষ্যতে জামশেদপুরে খেলা হলে মোহনবাগান সমর্থকদের জন্য যেন অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।” তবে এই ঘটনা আবারও প্রমাণ করল ফুটবল ময়দানে সমর্থকদের নিরাপত্তা কোথায়?