রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা লিগে নিজেদের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। শুক্রবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সাদা-কালো ব্রিগেড।ম্যাচের শুরুতে দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে ব্যর্থ হয় মেহরাজউদ্দিন ওয়াডুর দল। দলের পক্ষে একটি করে গোল করেন লালথানকিমা ও সাকা। পুলিশের হয়ে গোল করেন রাহুল নষ্কর ও সন্দীপ ওঁড়াও।খেলার ১৭ মিনিটে মহামেডানকে এগিয়ে দেন লালথানকিমা। কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে পুলিশের রাহুল নষ্কর ম্যাচে সমতা ফেরান। ২৯ মিনিটে ফের এগিয়ে যায় মহামেডান, গোল করেন সাকা। প্রথমার্ধের শেষদিকে সহজ সুযোগ নষ্ট করেন শিবা মুন্ডা।দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় কলকাতা পুলিশ। ৫৪ মিনিটে সন্দীপ ওঁড়াওয়ের গোলে আবারও সমতা ফিরে আসে ম্যাচে। শেষ মুহূর্তে পুলিশের একাধিক আক্রমণ রুখে দেন মহামেডানের রক্ষণভাগ ও গোলরক্ষক উপেন টুডু। তবে সবচেয়ে হতাশাজনক মুহূর্ত আসে ম্যাচের অন্তিমে, যখন প্রায় খালি গোল পেয়েও স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হন আদিলশান।ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, “ছেলেরা ভালো ফুটবল খেলেছে, আমি খুশি। কলকাতা লিগে ভিজে মাঠ কোনও অজুহাত নয়। তবে আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। এই ভুলগুলো পরের ম্যাচে শুধরাতে হবে।”এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলেও ম্যাচের পারফরম্যান্সে ভবিষ্যতের জন্য আশাবাদী মহামেডান শিবির।