রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সুপার কাপ শেষ। কবে শুরু হবে আইএসএল? উত্তর জানা নেই। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আইএসএলের জন্য বিড জমা করার শেষ দিন ছিল। সময় অতিবাহিত হয়ে গেলেও কোনও সংস্থার পক্ষ থেকে নতুন করে বিড জমা দেওয়া হয়নি। এমনকি এফএসডিএলের পক্ষ থেকেও কোনও বিড জমা পড়েনি। প্রাথমিকভাবে বিড জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ নভেম্বর। পরে আরও দু’দিন বাড়িয়ে তা ৭ নভেম্বর করা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। ফেডারেশনের টেন্ডার কমিটির বেঁধে দেওয়া ডেডলাইন পেড়িয়ে গেলেও বিড জমা দিতে আগ্রহ প্রকাশ করল না কোনও সংস্থাই।
বিডে অংশ নেওয়ার আগে ফেডারেশনের টেন্ডার কমিটির কাছে প্রায় ২০০টির মতো প্রশ্ন লিখিত আকারে পাঠিয়েছিল এফএসডিএল। সেই প্রশ্নের উত্তর দিয়েছিল ফেডারেশন। কিন্তু তার পরেও বরফ গলেনি। আইএসএল আয়োজন করতে আগ্রহ প্রকাশ করছে না এফএসডিএল। এফএসডিএল সহ অন্যান্য কোনও সংস্থা বিড না করায়, দেশের সর্বোচ্চ লিগের ভবিষ্যৎ অন্ধকারে। পরিস্থিতি এমনটাই থাকলে, আদৌ আইএসএল হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।
