রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সারা বছর জুড়ে কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গায় নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। মোহনবাগান ফুটবলার এবং সবুজ-মেরুন পরিবারের সঙ্গে জুড়ে থাকতে তাদের এই প্রচেষ্টা অতুলনীয়। তেমনই এক আয়োজন ছিল কোন্নগরে। কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবের পরিচালনায় কোন্নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল নৈশালোকে একটি ৯৫ পয়েন্টের ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। উক্ত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন মাননীয় শ্রী সঞ্জয় সেন মহাশয় এবং উপস্থিত ছিলেন বাস্তব রায়, সৃঞ্জয় বোস, উত্তম মুখার্জি সহ IFA সম্পাদক শ্রী অনির্বান দত্ত এছাড়াও অন্যান্য স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রতিযোগিতায় ফাইনালে আইমা মোল্লা সিমলা অগ্রণী সংঘ পাণ্ডুয়া মিলন সংঘ কে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী দলের শিরোপা অর্জন করে।