রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মোহনবাগান, কেরালা ব্লাস্টার্সের পর চেন্নাইয়ন এফসির জার্সি গায়ে চাপিয়েছেন প্রীতম কোটাল। ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তবে বঙ্গতনয় প্রীতমের লড়াই শেষ হয়ে যায়নি। প্রতিদিন মাঠে নেমে নিজেকে নতুন করে আবিষ্কার করেন। চলতি সুপার কাপে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলেছেন। এবার কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে অকপটে জানালেন নিজের লড়াইয়ের কথা।
রে স্পোর্টজ: মোহনবাগানের বিরুদ্ধে হার, এবার সামনে ইস্টবেঙ্গল। কতটা কঠিন?
প্রীতম: মোহনবাগানের বিপক্ষে ম্যাচটা খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করেছিলাম। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তাই করব। প্রস্তুতির সময় খুব কম। আশা করছি দলগতভাবে আরও ভাল পারফরম্যান্স করতে পারব।
রে স্পোর্টজ: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত তকমা, আলাদা অনুভূতি দেয়?
প্রীতম: আমি একা কিছুই নই। ফুটবল একটা দলগত খেলা। এখানে ব্যক্তিগত বলে কিছু নয়, আমরা সবাই একসাথে দলের পরিকল্পনা অনুযায়ী খেলি, আর সেটাই আমাদের মূল লক্ষ্য।
রে স্পোর্টজ: মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মত বড় দলের বিপক্ষে খেলাটা কতটা চ্যালেঞ্জিং?
প্রীতম: বড় দলের বিরুদ্ধে খেলাটা সবসময়ই আনন্দের। কিন্তু একজন পেশাদার ফুটবলার হিসেবে, আমাকে প্রতিদিনই নিজের প্রমাণ দিতে হয়। কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং নিজের উন্নতির জন্যই প্রতিদিনই লড়াই করতে হয়।
রে স্পোর্টজ: ইস্টবেঙ্গলের শক্তিশালী আক্রমণকে আটকাতে কতটা আত্মবিশ্বাসী?
প্রীতম: ইস্টবেঙ্গল নিঃসন্দেহে খুব ভালো দল, কিন্তু আমরাও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত। যদি আমরা নিজেদের পরিকল্পনা এবং আত্মবিশ্বাস নিয়ে খেলি, তাহলে ইস্টবেঙ্গল আক্রমনকে আটকাতে পারব।
রে স্পোর্টজ: সম্প্রতি ভারতীয় ফুটবলে গভীর অনিশ্চয়তা। এটা কি কাম্য?
প্রীতম: এই অনিশ্চয়তা একেবারেই প্রত্যাশিত নয়। আমি আশাবাদী যে পরিস্থিতি শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমরা সবাই চাই ভারতীয় ফুটবল আবার স্বাভাবিক ছন্দে ফিরুক।
