রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্য — রিচা ঘোষ ও দীপ্তি শর্মা-কে বিশেষ সংবর্ধনা জানাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। দেশের ক্রিকেটে তাঁদের অসামান্য অবদান ও বিশ্বজয়ী সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি শ্রী এম. এল. লোহিয়া দুই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “ইস্টবেঙ্গল ক্লাব সর্বদাই ক্রীড়াবিদদের সম্মান জানাতে অগ্রণী ভূমিকা পালন করে। রিচা ও দীপ্তি তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় ক্রিকেটকে গৌরবান্বিত করেছেন। তাঁরা শুধু দেশের নয়, গোটা ক্রীড়া বিশ্বের অনুপ্রেরণা।”
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রিচা ঘোষ ও দীপ্তি শর্মা ভারতের মহিলা বিশ্বকাপজয়ী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁদের অসামান্য পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। ইস্টবেঙ্গল ক্লাবের এই উদ্যোগ দেশের মহিলা ক্রিকেটারদের প্রতি সম্মান ও উৎসাহের প্রতীক বলে মনে করছে ক্রীড়ামহল।
