রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সাফ ক্লাব মহিলা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের মহিলা দলের। ৪-০ গোলে ট্রান্সপোর্ট ইউনাইটেডকে হারিয়েছে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। ইস্টবেঙ্গলের হয়ে এদিন জোড়া গোল এবং অ্যাসিস্ট করেছেন ফাজিলা ইকওয়াপুত। এছাড়াও গোল পেয়েছেন সুলঞ্জনা রাউল, রেস্টি নানজিরি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে শুরু করেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। বারংবার প্রতিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করছিলেন রেষ্টি নানজিরি, ফাজিলা ইকওয়াপুতরা। ৩৬ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজিলা। ডান প্রান্ত থেকে সৌম্য গুগুলোথের ভাসানো বলে নিজের শরীর ছুঁড়ে দিয়ে গোল করেন তিনি। এদিকে গোল হজমের পর থেকে আক্রমণে ঝাঁজ বাড়াতে শুরু করেন ট্রান্সপোর্ট ইউনাইটেড ফুটবলাররা। কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণে ভরসা দিয়েছেন আশালতা দেবীরা। যেই কারণে প্রথমার্ধে আর গোল আসেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।
৫২ মিনিটে একটি দূরপাল্লা শট নেন ফাজিলা ইকওয়াপুত। ৬০ মিনিটে ব্যবধান ২-০ করেন সুলঞ্জনা রাউল। বক্সের বাইরে থেকে সেই ফাজিলা ইকওয়াপুতের বাড়ানো বল থেকেই গোল করে যান সুলঞ্জনা। পরের মিনিটেই বক্সের ভেতরে একটি শট মারেন ফাজিলা। তবে সেই শট সোজা চলে যায় ট্রান্সপোর্ট ইউনাইটেড গোলরক্ষকের হাতে। ৬৩ মিনিটে আরও একটি গোল আসে ইস্টবেঙ্গলের। এবারেও গোলের বলটি বাড়ান সেই ফাজিলা ইকওয়াপুত। বক্সের ডান প্রান্ত থেকে মাইনাসে সেই বল সোজা চলে যায় রেস্টি নানজিরির কাছে। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করলেন ফাজিলা। গোলের বলটি বাড়িয়েছেন সুলঞ্জনা রাউল। তারপর গোল পরিশোধের চেষ্টা করলেও, গোল করতে পারেননি ট্রান্সপোর্ট ইউনাইটেড ফুটবলাররা। যার ফলে ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল।
