রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চার বছর পর আবার কলকাতা ময়দানে ফিরছে ঐতিহাসিক আইএফএ শিল্ড। আগামী ৮ অক্টোবর শুরু হবে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। ১৮ তারিখ ফাইনাল। সূত্র মারফত খবর উদ্বোধনী ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করার ভাবনা রয়েছে আইএফএর। শুরুতে মোহনবাগানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, অবশেষে দুই প্রধানকে নিয়েই এবারের আইএফএ শিল্ড আয়োজিত হবে। মোট ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও এবারের আইএফএ শিল্ড খেলবে গোকুলাম কেরালা, নামধারী এফসি, শ্রীনিধি ডেকান এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। দুই গ্রুপের শীর্ষ স্থানে থাকা দল ফাইনাল খেলবে।
সূত্র মারফত খবর একই দিনে দুটি করে ম্যাচ আয়োজন করা হতে পারে। ৮ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। ৯ অক্টোবর মোহনবাগানের প্রথম ম্যাচ। মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস। অন্যদিকে ইস্টবেঙ্গল, নামধারী এফসি এবং শ্রীনিধি ডেকান রয়েছে একটি গ্রুপে। বুধবার শিল্ডের চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। কলকাতা ময়দানের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার পুরস্কার মূল্যও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শিল্ডের পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ এবং রানার্স আপ দলের হাতে ৩ লক্ষ টাকা তুলে দেওয়া হবে।