রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কন্যাশ্রী কাপে পরপর দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ২-০ গোলে পরাজিত লাল-হলুদের মেয়েরা। কালীঘাটের হয়ে এদিন গোল করলেন প্রমীলা দাস এবং মঞ্জুলা মুর্মু। প্রথমার্ধের সংযোজিত সময় প্রথম গোলটি করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এরপর সুযোগ পেয়েও গোল পরিশোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কালীঘাটের হয়ে জয়সূচক গোলটি করেন মঞ্জুলা।