Connect with us

ISL 2024/25: ঘরের মাঠে চেন্নাইয়নকে হারাতে মরিয়া ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: শনিবার আইএসএলে চেন্নাইয়ন এফসি ম্যাচের আগে নতুন বিদেশি রাফায়েল মেসি বোউলিকে নিয়ে বিস্তর নাটক ইস্টবেঙ্গলে। তাঁকে সংবাদ মাধ্যমের কাছ থেকে লুকোনোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এদিন বিমানবন্দর থেকে সরাসরি যুবভারতীতে আসেন মেসি। সেখানেই মূল মাঠে তাঁর হাতে দলের জার্সি তুলে দেন অস্কার ব্রুজো। তারপরে তাঁকে নিয়ে যাওয়া হয় অনুশীলন মাঠে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। গোল বাঁধলো তারপরেই। হঠাৎ দেখা যায় দলের ফুটবলারদের সঙ্গে মাঠে কিছুক্ষণ কথা বলার পরেই গাড়িতে মেসিকে তাড়াহুড়ো করে হোটেলে পাঠিয়ে দেওয়া হল। পরে সূত্র মারফত জানা গেল, টিম ম্যানেজমেন্টের উচ্চস্তর থেকে নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে একজন ফুটবলারকে এভাবে লুকিয়ে রাখার বদলে, যদি দলের পারফরম্যান্সের দিকে একটু নজর দেওয়া হতো তাহলে হয়তো ইস্টবেঙ্গলকে লিগ টেবিলে এই অবস্থায় থাকতে হতো না।

অন্যদিকে এদিন মাঠে এলেও অনুশীলন করলেন না রিচার্ড সেলিস। তাঁকে রিহ্যাব করতেই দেখা গেল। অনুশীলনের একেবারে শেষ দিকে সেলিসকে যদিও হালকা জগিং করানো হয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে মাঠে নামানোর আপ্রাণ চেষ্টা করা হলেও, সেলিসের প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় রয়েছে। যদিও সাংবাদিক সম্মেলনে এসে অস্কার বলে গেলেন, “সেলিসের একটু সমস্যা হচ্ছিল, তাই ও গতকাল অনুশীলন করেনি। তবে এখন ওকে নিয়ে আর কোনও সমস্যা নেই।” সূত্র মারফত জানা যাচ্ছে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার সকালে নেওয়া হবে। লাল-হলুদের এই তারকা ফুটবলার যদি একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে বাম-প্রান্তে খেলতে পারেন নন্দকুমার। রাইট ব্যাক নিয়ে কিছুটা দোলাচালে রয়েছে টিম ম্যানেজমেন্ট। রাকিপ এবং লাকড়া দুজনকেই তৈরি রাখছেন কোচ। তবে রাকিপের খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া সম্ভবত একাদশে ফিরছেন সউল ক্রেসপো। তাঁকে নিয়ে ব্রুজো বলেন, “সউল খুব ভালো অনুশীলন করেছে। ওকে শুরু থেকে খেলানো হবে কিনা সেটা এখনও ঠিক করিনি। তবে ও অবশ্যই মাঠে নামবে।” এছাড়া দীর্ঘদিন পরে এদিন বল পায়ে পুরোদমে অনুশীলন করলেন আনোয়ার। মেসিকেও চেন্নাইয়নের বিরুদ্ধে স্কোয়াডে রাখা হবে। প্রয়োজনে তাঁকে ব্যবহার করতে পারেন ব্রুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা