রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। একপেশে ম্যাচে ৫-০ গোলে জিতল লাল-হলুদ ব্রিগেড। সুযোগ নষ্ট না করলে প্রতিপক্ষকে গোলের মালা পড়াতে পারতো অস্কার ব্রুজোর দল। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন লালচুংনুঙ্গা, সউল ক্রেসপো, বিপিন সিং, দিমানতাকোস এবং মহেশ। গোটা ম্যাচ জুড়ে একবারের জন্য ইস্টবেঙ্গল রক্ষণকে পরীক্ষার মুখে ফেলতে পারেননি সাউথ ইউনাইটেড এফসির ফুটবলাররা। এদিন লাল-হলুদ জার্সিতে অভিষেক হল রশিদ, বিপিন এবং এডমুন্ডের।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেছিল ইস্টবেঙ্গল। সহজতম প্রতিপক্ষের বিরুদ্ধে দুই বিদেশি মহম্মদ রশিদ এবং সউল ক্রেসপোকে রেখেই দল সাজিয়েছিলেন অস্কার ব্রুজো। ১০ মিনিটের মাথায় প্রথম গোল পেতে পারতো ইস্টবেঙ্গল। কিন্তু এডমুন্ডের শট গোললাইনে দাঁড়িয়ে রুখে দেন ডেভিড। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দেন লালচুংনুঙ্গা। ডান প্রান্ত থেকে রাকিপের ক্রস ক্লিয়ার হয়ে যায় বিপক্ষ রক্ষণে। ফিরতি বলে শট নিতে দেরি করেননি নুঙ্গা। ১৯ মিনিটে মহেশের ফ্রি কিক থেকে সউলের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একাই হ্যাটট্রিক হাতছাড়া করেন সউল ক্রেসপো। ৩৭ মিনিটে আব্দুল সালাহ বক্সের মধ্যে এডমুন্ডকে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করতে ভুল করেননি সউল ক্রেসপো। মিনিট দুয়েক পরেই বিষ্ণুর শট পোস্টে লেগে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেভিডের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পরেই চোট নিয়ে মাঠ ছাড়েন পিভি বিষ্ণু। ৬৮ মিনিটের মাথায় মহম্মদ রশিদের জোরালো শট বাইরে না গেলে গোল ব্যবধান বাড়াতে পারতো ইস্টবেঙ্গল। ৭৯ মিনিটে ম্যাচের প্রথম কর্ণার পায় সাউথ ইউনাইটেড এফসি। যদিও সেখান থেকে কোনও সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৮০ মিনিটে দিমিত্রিয়স দিমানতাকোসের পাস থেকে ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করেন নবাগত বিপিন সিং। ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান দিমানতাকোস। ম্যাচের শেষ মুহুর্তে দলের হয়ে পঞ্চম গোলটি করেন মহেশ। শেষ পর্যন্ত ৫-০ গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়েই এবারের ডুরান্ড কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।