Connect with us

ব্রাজিলের কোচ হলেন কার্লো আনসেলত্তি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচ হলেন কার্লো আনসেলত্তি। ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পরে  সরে দাঁড়ান তিতে। তার পর থেকে অ্যানচেলোত্তিকে পাওয়ার চেষ্টা করছিল ব্রাজিল। ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ আনসেলত্তি। ২০২১ সাল থেকে রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু চলতি মরশুমে রিয়ালের খারাপ পারফরম্যান্সের পর আনসেলত্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে পর্যদুস্ত হওয়ার পর, আনসেলত্তিকে পেতে মরিয়া হয়ে উঠেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। অবশেষে, রিয়াল মাদ্রিদ কোচের সঙ্গে চুক্তি সেরে ফেলল ব্রাজিল। আগামী ২৬ মে থেকে দায়িত্ব নিতে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা