রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। এই জয়ের ফলে নিজেদের আরও এক ম্যাচ অপরাজিত সেলেকাওরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে ব্রাজিল। প্রথমার্ধে তরুণ তারকা এস্তেভাও দলের হয়ে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা। ম্যাচের একেবারে শেষদিকে ব্রুনো গিমারেসের গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল।
এই ম্যাচে মূল একাদশে একাধিক তরুণ খেলোয়াড়কে সুযোগ দেন কোচ কার্লো আনসেলত্তি। নেইমার, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে নতুনদের পরীক্ষা করেন তিনি। তার ফলেই এস্তেভাওয়ের মতো নবীন প্রতিভারা নিজেদের প্রমাণের সুযোগ পায়। চিলি ম্যাচের বেশিরভাগ সময় রক্ষণাত্মক খেললেও ব্রাজিলের আক্রমণ সামলাতে পারেনি। এর ফলে চিলির বিদায় নিশ্চিত হল বাছাইপর্ব থেকেই, অন্যদিকে ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলেছে।