ডাঃ টি আও জাতীয় জুনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অন্ধ্র প্রদেশের অনন্তপুরে অনুষ্ঠিত ডাঃ টি আও জাতীয় জুনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেল বাংলা। শনিবার সকালে সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে টাইব্রেকারে দিল্লিকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা পাকাপাকি করল রাজ্যের জুনিয়র মহিলা দল। নির্ধারিত সময়ে দুই দলই গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বাংলার হয়ে গোল করেন কুসুম ওরাও, পিউ রায়, অদ্রিজা জানা ও লাভলি মন্ডল। দুর্দান্ত গোলকিপিং-এ বাংলাকে ম্যাচে বারবার বাঁচিয়ে দেন দলের গোলরক্ষকও।
আগামী রবিবার ফাইনালে বাংলা মুখোমুখি হবে শক্তিশালী মণিপুরের। শিরোপা জয়ের লড়াইয়ে এবার আত্মবিশ্বাসে ভরপুর বাংলার জুনিয়র কন্যারা।
