রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্লাব বিশ্বকাপে বেনফিকার কাছে ০-১ গোলে হেরে গেল বায়ার্ন মিউনিখ। প্রচণ্ড গরমে খেলার ছন্দ হারায় দুই দলই, ম্যাচের একমাত্র গোলটি করেন বেনফিকার আন্দ্রেয়াস শেলদেরুপ। বায়ার্নের তারকা হ্যারি কেন ছিলেন নিষ্প্রভ। অন্যদিকে, চেলসি ৩-০ গোলে হারায় এসপেরান্স দে তিউনিসকে। গোল করেন টোসিন আদারাবিয়ো, লিয়াম ডেলাপ ও টাইরিক জর্জ। দুটি অ্যাসিস্ট এনজো ফের্নান্দেসের। অন্য ম্যাচে অকল্যান্ড সিটি ও বোকা জুনিয়র্স ১-১ ড্র করে, একইভাবে ড্র ফ্ল্যামেঙ্গো ও লস অ্যাঞ্জেলেস এফসি ম্যাচও।