রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে লা লিগায় খেতাব জয়ের আরও কাছাকাছি বার্সেলোনা। এদিন হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে চার পয়েন্টে পিছিয়ে ছিলেন কিলিয়ান এমবাপেরা। তাই খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হল এই ম্যাচ জিততেই হত কার্লো আনসেলত্তির দলকে। কিন্তু প্রথমে এগিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। রিয়ালের হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। বার্সেলোনার হয়ে জোড়া গোল রাফিনহার। বাকি দুটি গোল করেন লামিনে ইয়ামাল এবং এরিক গার্সিয়া। এই জয়ের পর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে হ্যান্সি ফ্লিকের দল।