রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হায়দ্রাবাদ এফসি ছেড়ে এফসি গোয়ায় যোগ দিলেন আব্দুল রাবিহ। ২০২১ সাল থেকে হায়দ্রাবাদ এফসিতে ছিলেন রাবিহ। ইতিমধ্যেই ৪৪টি ম্যাচ খেলে ফেলেছেন। তবে আসন্ন মরশুমে নতুন দলের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। ২৪ বছর বয়সী এই উইঙ্গার ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজেকে প্রমাণ করেছেন। তরুণ প্রজন্মের ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন আব্দুল রাবিহ। এবার দেখার এফসি গোয়ার জার্সি গায়ে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি কিনা তিনি।