Connect with us

ঘরের মাঠে বড় জয় ইস্টবেঙ্গল মহিলা দলের…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে খেলে, ঘরের মাঠে ফেরত এসে ইন্ডিয়ান ওমেন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে, সোমবার কল্যাণী স্টেডিয়ামে হোপস ফুটবল ক্লাবের বিরুদ্ধে  মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল মহিলা দল। সেই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের নমুনা দেখা লাল-হলুদের ফুটবলাররা। নিজেদের দখলে বল রেখে বারংবার প্রতিপক্ষ বক্সে আক্রমণ তুলে আনেন তারা। সেই আক্রমণাত্মক ফুটবলের সুবাদে ৬-১ ব্যবধানে জয় তুলে নেয় ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। গোল পান সৌম্য গুগলথ, সন্ধিয়া রঙ্গনাথন, মাউরিন আছিয়েং, কারথিকা আঙ্গামুথু, রেস্টি নানজিরি, এলশাদই আচেমপং। হোপসের হয়ে একমাত্র গোলটি করেন গ্ল্যাডিস আমফোবিয়া।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার সুবাদেই ম্যাচ শুরুর ৩ মিনিটে সৌম্য গুগলথের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের পঞ্চম মিনিটে, বাম প্রান্ত থেকে সন্ধিয়া রঙ্গনাথনের ভাসানো বল প্রতিপক্ষ গোলরক্ষক তালুবন্দি না করতে পারায় সেই বল সোজা চলে যায় গোলে। কিছুক্ষণের মধ্যেই তৃতীয় গোলটিও পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৮ মিনিটে গোল তুলে নেন মাউরিন আছিয়েং। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন কার্তিকা আঙ্গামুথু। অপরদিকে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন হোপস দলের ফুটবলার গ্ল্যাডিস আমফোবিয়া। অবশেষে ৯০ মিনিটের সংযুক্তি সময়ে আরও দুটি হল করেন রেস্টি নানজিরি এবং এলশাদই আচেমপং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা