রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাগান জনতার অপেক্ষার অবসান। দুই বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন বসুন্ধরা কিংসের হয়ে দাপিয়ে ফুটবল খেলা ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। শনিবার নিজেদের সমাজমাধ্যমে তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সকালে কলকাতায় এসে পড়বেন রবসন। তারপরেই নেমে পড়বেন বাগান অনুশীলনেও।
বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। গোল করেছেন ৬৪টি। শুধু গোল নয়, গোলের বল বাড়াতেও সিদ্ধহস্ত এই ব্রাজিলিয়ান। গোল করার পাশাপাশি গোলের বল বাড়িয়েছেন মোট ৪৯টি। এছাড়াও বসুন্ধরা কিংসের হয়ে তিন মরশুমে জিতেছেন সাতটি ট্রফি। কিছু মাস আগেই ব্রাজিলিয়ান লিগে, তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে খেলেছেন রবসন। এছাড়াও রবসনের মোহনবাগান দলে যোগ দেওয়ায় কোচ হোসে মোলিনার হাতেও অনেক অপশন বাড়ল। দুই উইংয়ের পাশাপাশি, ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান খেলতে পারেন মাঝ মাঠেও। মোহনবাগান দলে যোগ দিয়ে রবসন বলেন, “বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় আমি মোহনবাগানের বিরুদ্ধে এএফসি প্রতিযোগিতায় খেলেছিলাম। সেই সময় থেকেই জানতাম মোহনবাগান বড় ক্লাব। অনেক সমর্থক রয়েছে তাদের। মোহনবাগানের বিরুদ্ধে আমি ভালো ফুটবল খেলেছিলাম। সেটা নিশ্চই সমর্থকদের মনে আছে। এবারে সবুজ-মেরুন জার্সি গায়ে সেই পারফরম্যান্সটা করতে মুখিয়ে থাকবো”।