রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হ্যারি কেনের জোড়া গোলে, জয় পেলো বায়ার্ন মিউনিখ। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে, ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল জার্মানির এই ক্লাব। অপরদিকে মেসির ইন্টার মিয়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে পিএসজিও। এবারে তাদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এদিনের ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলের পাশাপাশি একটি আত্মঘাতী গোল হজম করেছেন ফ্ল্যামেঙ্গো ফুটবলার পুলগার। আরেকটি গোল করেছেন লিয়ন গোরেটজকা। ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল পেয়েছেন গারসন এবং জর্জিনহো।
ম্যাচ শুরুর ৬ মিনিটেই ফ্ল্যামেঙ্গোর এরিক পুলগার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। তার পরেই ব্যবধান ২-০ করেন তারকা ফরোয়ার্ড হ্যারি কেন। তবে লড়াই চালিয়ে গিয়েছে ব্রাজিলের ক্লাবটিও। ৩২ মিনিটের মাথায় বায়ার্ন গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দিয়ে যান গার্সন। স্কোরলাইন হয় ২-১। তবে ম্যাচের ৪১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন লিয়ন গোরেটজকা। ফলে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ফ্ল্যামেঙ্গোর ব্যবধান কমান জর্জিনহো। কিন্তু ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে, ফ্ল্যামেঙ্গোর কফিনে শেষ পেরেকটি পোতেন সেই হ্যারি কেন। ফলে ৪-২ ব্যবধানে জয়ের পাশাপাশি, কোয়ার্টার ফাইনালেও নিজেদের জায়গা পাকা করেছে বায়ার্ন।