রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা লিগের প্রথম ম্যাচে, কালীঘাট এমএসের মুখোমুখি হয়েছিল নিউ আলিপুর সুরুচি সংঘ। প্রথম ম্যাচেই তুলনামূলক শক্তিশালী দল কালীঘাট এমএসকে ৪-০ গোলে হারিয়ে, কলকাতা লিগের যাত্রা শুরু করলো রঞ্জন ভট্টাচার্যর দল। এদিনের ম্যাচে গোল পেয়েছেন বাবলু ওরাও, জনী কম, সেইজোসেফ হাওকিপ এবং সৌরভ সব্বর। পরবর্তী ম্যাচে শক্তিশালী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে নিউ আলিপুর সুরুচি সংঘ। এছাড়াও গোটা ম্যাচে যথেষ্ট পরিমানে ফিজিক্যাল ফুটবল খেলতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। এমনকি বেশ কয়েকবার রেফারির সঙ্গেও বচসায় জড়াতে দেখা যায় দুই দলকেই। ম্যাচ শেষে সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরা কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই ফুটবল খেলছি। আজকের ম্যাচে আমার দলের প্রত্যেকটা ফুটবলার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আগামী ম্যাচ আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবো। ইস্টবেঙ্গলও তাদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল। ফলে একটা হাটাহাটি লড়াই হবে। আমরা তৈরি”।
শুরু থেকেই রবীন্দ্র সরোবরের বৃষ্টি ভেজা মাঠে খুব বেশি ফিজিক্যাল ফুটবল খেলছিল দুই দল। তারই মাঝে ম্যাচের ৬ মিনিটে বাবলু ওরাওয়ের গোলে এগিয়ে যায় সুরুচি। তবে তার পরেও আক্রমনে ধার একেবারেই কমেনি তাদের। অপরদিকে বেশ কয়েকবার আক্রমনে উঠে এসেছিল কালীঘাট এমএস ফুটবলাররাও। তবে সেই আক্রমণকে দারুনভাবে রুখে দিচ্ছিলেন সুরুচি রক্ষণের ফুটবলাররা। অপরদিকে ম্যাচের ২৮ মিনিটে আরও একবার গোল করে ব্যবধান ২-০ করার সহজ সুযোগ এসে গেছিল সুরুচির কাছে। তবে অল্পের জন্য সেই সুযোগ হাত হাতছাড়া করেন তারা। প্রথমার্ধের একদম শেষের দিকে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল কালীঘাট এমএসও। তবে সেই সুযোগ হাতছাড়া করে তারা। সংযুক্তি সময়ে আরো একটি গোলমুখী শট নিয়েছিলেন কালীঘাট ফুটবলার ঈশান সাহি। তবে তার সেই গোলমুখী শট দারুনভাবে রুখে দেন সুরুচি গোলরক্ষক শুভম রায়। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে নিউ আলিপুর সুরুচি সংঘ।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই, জনী কমের গোলে নিউ আলিপুর সুরুচি সংঘর ব্যবধান হয় ২-০। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে, কালীঘাট গোলরক্ষক আকাশ মন্ডলকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ৫৪ মিনিটে কালীঘাট ফুটবলার সৌরভ চৌধুরীর একটি অসাধারণ গোলমুখী শট রুখে দেন সুরুচি গোলরক্ষক শুভম রায়। এদিকে প্রথমার্ধের মতোই, দ্বিতীয়ার্ধেও দুই দলের ফুটবলারদের মধ্যেই বেশ ফিজিক্যাল ফুটবল খেলা হয়। এদিকে বক্সের বাইরে থেকে একটি ফ্রিকিক পায় কালীঘাট। সেখান থেকে একটি গোলমুখী শট নেন কালীঘাট ফুটবলার বিদ্যানন্দ সিং। তবে তার গোলমুখী শট দারুনভাবে রুখে দেন সুরুচি গোলরক্ষক শুভম রায়। তার পরেও বেশ কয়েকবার আক্রমনে উঠে এসেছিল কালীঘাট এমএস ফুটবলাররা। তবে কাজের কাজ কিছুই হয়নি। এদিকে ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন সেইজোসেফ হাওকিপ। ৮৩ মিনিটে আরও একটি গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা সৌরভ সব্বর।