রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তীরা খেলতে এসেছেন ভারতে। চেন্নাইয়ে যখন পা রেখেছেন রোনাল্ডিনহো, কাফুরা, রীতিমতো বাধনছাড়া উচ্ছ্বাস দেখা গিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। হেভিওয়েট ফুটবলারদের নিয়ে তৈরি ব্রাজিল দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্ডিয়া অল-স্টারস। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম এদিন রবিবাসরীয় সন্ধ্যায় ভরিয়ে তুলেছিলেন দর্শকরা। মেহতাব হোসেন, শুভাশিস রায়চৌধুরি, মেহরাজউদ্দিন ওয়াডু থেকে শুরু করে আরও সকল ভারতীয় ফুটবলের কিংবদন্তিদের নিয়ে তৈরি হয়েছিল ইন্ডিয়া অল-স্টারস দল।
স্বাভাবিকভাবেই খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলতে শুরু করেন রোনাল্ডিনহোরা। তবে রক্ষণকে সামলে রেখেছিলেন ভারতীয় ফুটবলাররা। খেলার কিছুক্ষণের মধ্যেই ফ্রিকিক পেয়ে যায় ব্রাজিল। ফ্রিকিকটি নিতে আসেন রোনাল্ডিনহো। তবে তাঁর দুরন্ত শট রুখে ভারতকে খেলায় রেখে দেন গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী। তাছাড়াও গোলের সামনে পৌঁছে গিয়েও সেখান থেকে গোল তুলে আনতে ব্যার্থ হন জুনিয়র। অপরদিকে গোলের সুযোগ পেয়েছিলেন আইএম বিজয়নও। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই।
দ্বিতীয়ার্ধেও বল নিজেদের দখলে রেখেই ফুটবল খেলেন ব্রাজিলের কিংবদন্তিরা। ভারতীয় ডিফেন্ডারদের ভুলে ভিওলার গোল এগিয়ে যায় ব্রাজিল। যদিও তার এক মিনিট পরেই বিবিয়ানো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ইন্ডিয়া অল-স্টারস। ম্যাচের ৬৩ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় ভিয়ানোর গোল। তার পরের মিনিটেই রিকার্ডো অলিভিয়েরার গোল এগিয়ে যায় ব্রাজিল। শেষে ২-১ ব্যবধানেই জয়লাভ করেন ব্রাজিলের কিংবদন্তিরা। তবে ম্যাচ হারলেও দারুন লড়াই করেন ভারতের কিংবদন্তিরাও।