Connect with us

SUPER CUP 2025: নর্থইস্টের বিরুদ্ধে ড্র জামশেদপুরের। বিস্তারিত পড়ুন… 

সায়ন দে, গোয়া: ইন্টার কাশির কাছেও শুরুতে এগিয়ে গিয়ে, শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে করে মাঠ ছেড়েছিলেন জুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড এফসি। বুধবার সুপার কাপের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আলাদিন আজারাইরা। এবারে জামশেদপুরের কাছেও আটকে গেল নর্থইস্ট। প্রথমার্ধেই গোল করে নর্থইস্টকে এগিয়ে দিয়েছিলেন চিমা নুনেজ এবং আলাদিন আজারাই। তবে দ্বিতীয়ার্ধে প্রণয় হালদার এবং ম্যাচের শেষেই দিকে প্রাক্তন ইস্টবেঙ্গলের ফুটবলার রাফায়েল মেসি বউলির গোলে, সমতায় ফেরে জামশেদপুর। 

ম্যাচের শুরু থেকেই দুই দলের কাছে যে এই ম্যাচটা কতটা গুরুত্বপুর্ন সেটা বোঝা গিয়েছিল। আক্রমণাত্মক মেজাজেই শুরু করে নর্থইস্ট এবং জামশেদপুর এফসি। তবে ম্যাচের ২০ মিনিটেই প্রথম গোলটি করে নর্থইস্টকে এগিয়ে দেন চিমা নুনেজ। ঠিক দশ মিনিট পরেই আলাদিন আজারাইয়ের গোলে ব্যবধান হয় ২-০। যার ফলে প্রথমার্ধে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে নর্থইস্ট ইউনাইটেড এফসি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাঙালি মিডফিল্ডার প্রণয় হালদারের গোলে ব্যবধান কমে জামশেদপুরের। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে দুই দলই চেষ্টা করছিল যতটা সম্ভব বল নিজেদের দখলে রেখে ফুটবলটা খেলা যায়। কিন্তু সেক্ষেত্রে মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল আক্রমনে ঝাঁজ বাড়তে নর্থইস্ট ফুটবলারদের। অনেক গোলের সুযোগও নষ্ট করেছে তারা। তবে ম্যাচার্ভেলডম শেষ মুহূর্তে সমতায় ফেরে জামশেদপুর এফসি। ৮৯ মিনিটে গোল করেন রাফায়েল মেসি বউলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা