রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার চলতি সুপার কাপের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষ প্রতিযোগিতায় প্রথমবারের জন্য খেলতে নামা এসসি দিল্লি। সেই ম্যাচে খেলতে নেমে শুরুতেই বড় ব্যবধানে জয় দিয়েই সুপার কাপের যাত্রা শুরু করলো মুম্বই। এসসি দিল্লিকে ৪-১ গোলে হারিয়েছে তারা। মুম্বইয়ের হয়ে জোড়া গোল করেছেন বিক্রম প্রতাপ সিং। এছাড়াও গোল করেছেন জর্জে পেরেরা দিয়াজ এবং জর্যে অর্টিজও।
ম্যাচের শুরুতেই গোল করে মুম্বইকে এগিয়ে দেন জর্জে পেরেরা দিয়াজ। ৬ মিনিটের মাথায় গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৯ মিনিটেই। এবারে গোল করে দলের ব্যবধান বাড়ান বিক্রম প্রতাপ সিং। তারপরেও যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ফুটবল খেলেন মুম্বইয়ের ফুটবলাররা। যেই সুবাদে ম্যাচের ৩২ মিনিটেই ব্যবধান ৩-০ করেন জর্যে অর্টিজ। ফলে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মুম্বই।
এদিকে দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক মেজাজে ফুটবল খেলতে শুরু করেন দিল্লি ফুটবলাররা। বামদিকটাকে বেশি সচল লাগে তাদের। যদিও তাদের সেই আক্রমণকে যথাযথভাবে রুখে দিচ্ছিলেন মুম্বইয়ের রক্ষণভাগের ফুটবলাররা। কিন্তু ৭৫ মিনিটে একটি পেনাল্টি পায় এসসি দিল্লি। সেখান থেকে গোল করে দিল্লির হয়ে ব্যবধান কমান আন্দ্রেই আলবা। তবে ম্যাচের একেবারে সংযুক্তি সময়ে শেষের দিকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন সেই বিক্রম প্রতাপ সিং। যার ফলে প্রথম ম্যাচেই এসসি দিল্লিকে ৪-১ গোলে হারিয়ে, তিন পয়েন্ট নিশ্চিত করে মুম্বই।
