রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুম যেখানে শেষ করেছিল, সেখান থেকেই নতুন মরশুম শুরু করলো ইস্টবেঙ্গল। কলকাতা লিগের ম্যাচে, মেজারার্স ক্লাবের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ৭-১ গোলে এদিন মেজারার্স ক্লাবকে পরাজিত করেছে মশাল বাহিনী। এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে জোড়া গোল করেছেন জেসিন টিকে। এছাড়াও গোল পেয়েছেন মনোতোষ মাঝি, সায়ন ব্যানার্জী, গুইতে পেকা, তন্ময় দাস এবং সুমন দে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। চতুর্থ মিনিটে ম্যাচের প্রথম কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল তুলে নিতে ব্যার্থ হন আমান সিকে। ম্যাচের ১২ মিনিটে আবারও আমান সিকের গোল বাতিল হয় অফসাইডের কারণে। অপরদিকে ম্যাচের ১৮ মিনিটে ইস্টবেঙ্গল বক্সের বাইরে থেকে ফ্রিকিক পায় মেজারার্স। সেই ফ্রিকিক থেকে সুরচন্দ্র সিংহের শট পোস্টে লেগে প্রতিহত হয়। ম্যাচের ২৩ মিনিটে গুইতে পেকার বাড়ানো বল থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মনোতোষ মাঝি। ৩৪ মিনিটে নসীব রহমানের বাড়ানো বল থেকে দলের দ্বিতীয় গোলটি করেন সায়ন ব্যানার্জী। ৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন গুইতে পেকা। এছাড়াও প্রথমার্ধের শেষের দিকে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। ফলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে, ব্যবধান ৪-০ করেন তন্ময় দাস। ৫৯ মিনিটে আরও একটি গলমূখী শট নেন আমান সিকে। অপরদিকে ৬৩ মিনিটে মেজারার্স রক্ষণের ভুলে, সদ্য মাঠে নামা আজাদ সাহিমের বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ৫-০ করেন, গত মরশুম ইস্টবেঙ্গল জার্সি গায়ে দারুন ফুটবল খেলা জেসিন টিকে। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করে ফেলেন জেসিন। ৬৮ মিনিটে মেজারার্সের হয়ে ব্যবধান কমান অ্যান্ডি জাখারি। পরের মিনিটেই জোসেফ জাস্টিনের ভুলে আরও একটি গোল পেয়ে যাচ্ছিলেন আন্ডি জাখারি। তবে গোলরক্ষককে একা পেয়েও গোলটি করতে পারেননি তিনি। এদিকে ম্যাচের সংযুক্তি সময়ে নিজের হ্যাটট্রিকের সহজ সুযোগ হাতছাড়া করেন জেসিন। তবে ৯৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লা শটে দারুন একটি গোল করেন সুমন দে। ফলে ৭-১ গোলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।